দ্য রিপোর্ট ডেস্ক : সিঙ্গাপুরের আকাশে সোমবার বিকেলে এক দুর্লভ ধরনের বহুরঙা মেঘ দেখা গেছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, এটা সম্ভবত ছিল যাকে বলা হয় 'আগুনে-রংধনু' বা ফায়ার রেইনবো। আকাশে বরফ-স্ফটিকের মেঘ তৈরি হলে এবং তাতে সূর্যের আলো পড়লে এই বিশেষ ধরনের রংধনু সৃষ্টি হয়।

তবে অনেকে বলেছেন, বায়ুমণ্ডলে পানির কণা বা স্ফটিক থেকে আলো ছিটকে পড়েও এমনটা হতে পারে।

বিবিসির খবরে বলা হয়, নগর-রাষ্ট্রটির বাসিন্দাদের মোহিত করেছে এই বহুবর্ণিল মেঘ- যা দেখা গেছে মাত্র ১৫ মিনিটের জন্য।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, শুরুতে এটা ছিল কমলা রঙের একটা বৃত্তের মতো, কিন্তু তার পর এটা ক্রমশ আরও বড় হতে লাগলো এবং অন্য আরও নানা রঙ ফুটে উঠতে শুরু করলো।

অনেকেই এর ছবি সামাজিক যোগাযোগ সাইটগুলোয় পোস্ট করেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই এটা দেখে উদ্দীপ্ত হয়ে ওঠেন। কারণ এরকম নানা রঙের মেঘ দেখতে পাওয়াটা খুবই দুর্লভ ঘটনা।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)