চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
চট্টগ্রাম অফিস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুইজনেই সিএনজিচালক ছিলেন বলে জানা গেছে।
জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সিএনজিটি এক সড়ক থেকে অন্যসড়কে মোড় ঘুরানোর সময় দেশ ট্রাভলসের একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)