উপজেলা পরিষদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান
হরতাল-অবরোধের হুমকি সিলেটের গোলাপগঞ্জ আ.লীগের
সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল প্রত্যাখান করেছে উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে তা স্থগিতেরও দাবি জানানো হয়েছে। নির্বাচনের ফলাফল স্থগিত না করলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর অনুসারীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সুক্ষ্ম কারচুপির মাধ্যমে গোলাপগঞ্জে দলের প্রার্থীকে পরাজিত করা হয়েছে। পাশাপাশি জামায়াতের টাকার খেলা, শিবির ক্যাডারদের মহড়া এবং জামায়াত সমর্থিত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদেরর অপতৎপরতাও তাদের প্রার্থীর পরাজয়ের অন্যতম কারণ। সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী ১০ দিনের মধ্যে ভোট পুনঃগণনার দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যেতে পারনে বলে জানান।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত হাফিজ নজমুল ইসলাম ৭৬৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীকে পরাজিত করেন। হাফিজ নজমুল পেয়েছেন ২৪ হাজার ৩৬৯ ভোট। আর ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন ২৩ হাজার ৬০২ ভোট।
সংবাদ সম্মেলনে ইকবাল আহমদ চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট লুৎফুর রহমান বলেন, সুক্ষ্ম কারচুপির মাধ্যমে নির্বাচনী ফলাফলকে পাল্টে এ উপজেলায় জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে জামায়াত সমর্থিত পোলিং ও প্রিজাইডিং অফিসাররা ৫ হাজার ৫৬৫টি ভোট বাতিল ঘোষণা করেছেন, যা অবিশ্বাস্য ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, বাদেশ্বর নাছির উদ্দিন হাইস্কুলে ১শ ৭৭টি ভোট বাতিল করা হয়েছে, যা ভোট গণনার সময় পাওয়া যায়নি।
তিনি জানান, মীরগঞ্জ হাইস্কুল কেন্দ্রে ৬ জন চিহ্নিত জামায়াত-সমর্থক প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। এ কেন্দ্রে প্রায় ৫০০ ব্যালট পেপারে জাল ভোট দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ফলাফলে পুরো গোলাপগঞ্জবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফলাফল স্থগিতসহ ভোট পুনঃগণনার উদ্যোগ না নিলে তারা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও এম এ ছালিক, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমজেসি/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)