লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবের চড়ে ইনতিশা জাহান অজি নামের ৫ বছরের এক শিশু অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত আবদুল মোতালেব হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। শিশু ইনতিশা জাহান অজি হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণির ছাত্রী ও স্থানীয় সংবাদকর্মী সিরাজুল ইসলাম শামিমের মেয়ে।

প্রসঙ্গত, সোমবার রাত সোয়া ৮টার দিকে শিশু অজি মায়ের সাথে কলেজ মাঠে যায়। এ সময় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে মাইকে দেশাত্ববোধক গান চলছিল। গানের সাথে ওজিসহ কয়েক শিশু নিত্য করতে থাকে। এরই মধ্যে অধ্যক্ষকে দেখে অন্য শিশুরা পালিয়ে গেলেও শিশু অজি শহীদ মিনারের সিমানার ভিতর দাঁড়িয়ে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ শিশুটিকে জোরে চড় মারে।

এ ঘটনায় শিশুর বাবা সিরাজুল ইসলাম শামিম কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন। কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেবের শিশুর প্রতি এমন আচরণে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ২২, ২০১৭)