দ্য রিপোর্ট প্রতিবেদক : আগের বছরের তুলনায় ২০১৬ সালে আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ মুনাফা বেড়েছে। একইসঙ্গে গ্রাহক সংখ্যা, পরিচালনগত আয়ও বেড়েছে। এছাড়া কমে এসেছে শ্রেণীকৃত ঋণের পরিমাণ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) আইডিএলসির ‘আর্থিক ফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও এবং এমডি আরিফ খান এ তথ্য জানান।

২০১৫ সালে আইডিএলসি ফাইন্যান্স প্রায় ১৪৬ কোটি টাকা মুনাফা করে। ২০১৬ সালে যা ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৭৮ কোটি টাকা। ফলে আগের বছরের ৫.৮১ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে হয়েছে ৭.০৮ টাকা।

এদিকে ২০১৬ সালে পরিচালনগত আয় ১৩ শতাংশ বেড়ে ৫১৭ কোটি টাকা হয়েছে। এ সময় ৯ হাজার ৫৭৫ জন গ্রাহক বেড়ে ৪৫ হাজারের উপরে দাড়িয়েছে। ফলে ৭০৫ কোটি টাকার গ্রাহক সম্পদ বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ২২৬ কোটি টাকায়। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ৩৬৯ কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি ঋণ বৃদ্ধি।

২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে আইডিএলসি ফাইন্যান্সের শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমে এসেছে। আগের বছরের ৩.০৬ শতাংশ শ্রেণীকৃত ঋণ ২০১৬ সাল শেষে দাড়িয়েছে ২.৯৮ শতাংশ। 

আরিফ খান জানান, ব্যবসায় উন্নয়নের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ক্ষুদ্র ও মাঝারি ঋণ, ডিপোজিট এবং শেয়ারবাজারের সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা। এই অর্জনে আইডিএলসি পরিবারের ১ হাজার ২৬২ সদস্যকে অনুপ্রাণিত করেছে।

এদিকে ২০১৬ সালে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবসায় মুনাফা অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দুই অঙ্গ প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান আরিফ খান।

উল্লেখ্য ২০১৬ সালের ব্যবসায় আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ২২, ২০১৭)