বরিশালে অস্ত্রসহ ছাত্রলীগ কর্মী আটক
বরিশাল অফিস : বরিশাল নগরীর শংকর মঠের সামনে থেকে ছাত্রলীগের এক কর্মীকে অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। নগরের পশ্চিম কাউনিয়া এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও ছাত্রলীগকর্মী কামরুল হাসান কিচলুকে (২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, কিচলুর কাছে থেকে একটি খেলনা পিস্তল ও দুটি ছোড়া পাওয়া গেছে।
তিনি আরও জানান, গড়িয়ারপাড় থেকে সন্দেহ হলে পুলিশ পিছু নিয়ে শংকরমঠ থেকে তাকে আটক করে। এ সময় অপর দুই সহযোগী পালিয়ে যায়। কিচলু ছিনতাইয়ের সঙ্গে যুক্ত এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/বিএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)