দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শুধু জাতীয়ভাবেই নয়, আন্তর্জাতিকভাবেও আজ প্রমাণিত হলো বিএনপি একটি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল। কানাডার আদালতের রায়ে সেটা আজ প্রমাণ পেয়েছে।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চাম্পিয়ন বানিয়েছিল। সেই সঙ্গে বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও বাংলাদেশকে পরিচয় করিয়েছিল। এই বিএনপি যে একটি সন্ত্রাসী দল এটা আমরা আগে থেকেই বলে আসছিলাম। গত ২৫ জানুয়ারি কানাডার ফেডারেল কোর্টের একটি রায়ে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গত মঙ্গলবার সেই রায় সবার জন্য প্রকাশ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর ক্ষমতায় এসেই বিএনপি সারা দেশে সন্ত্রাসী তাণ্ডব শুরু করে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর হত্যা-নির্যাতন চালায়। জঙ্গিবাদ সৃষ্টি করে, জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের পরিচয় করে দিয়েছিলেন খালেদা জিয়া।’

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেছেন, ‘এই বিএনপির আমলেই ২১ আগস্ট আমাদের নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়েছিল। আবার ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হলো, তখন খালেদা জিয়া বললেন তাদের মুক্তি দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে তারা দেশে তাণ্ডব চালিয়েছিল। এই সন্ত্রাসী-সাম্প্রদায়িক দলকে দেশের মানুষ আর গ্রহণ করবে না।’

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)