সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এম শাহ আলম ২৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ পেয়েছেন ১৫৪ ভোট।

এছাড়া অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার ২২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট ওসমান গনি ১৯৩ ও অ্যাডভোকেট এস এম আব্দুল বারী ১৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম হায়দার।

এছাড়া জেলা আইনজীবী সতিমির ১১টি পদের মধ্যে অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা ১৪৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোস্তফা জামান ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জালালউদ্দীন ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে অ্যাডভোকেট আসাফউদ্দৌলা সুমন ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট জেড এম আব্দুল্লাহ আল মামুন ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্যের তিনটি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ২৬৭, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী ২৭৩ ও অ্যাড. আ ক ম শামসুদ্দোহা খোকন ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে, মহিলা সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সালমা আক্তার বানু।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ৪৪৭ জন ভোটারের মধ্যে ৪৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারই প্রথম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কোন প্যানেল ছাড়া এককভাবে অনুষ্ঠিত হয়েছে বলে কমিশন সূত্র জানায়।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, অ্যাডভোকেট আব্দুস সবুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)