দ্য রিপোর্ট ডেস্ক : ইউরোপা লিগের শেষ ষোলোতে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি ক্লাব সাতে ইচনোর বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচেও ১-০ গোলে জয় পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এর আগে প্রথম পর্বের ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে এই দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ম্যানইউ। দুই লেগ মিলিয়ে মরিনহোর শিষ্যরা জিতেছে ৪-০ ব্যবধানে।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ষষ্ঠদশ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এ ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিখ মাখতারিয়ান। ম্যাচটিতে জিতলেও একটি দুঃসংবাদ বয়ে এনেছে তাদের জন্য। গোলের আট মিনিট পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। আগামী ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এদিকে বিরতির পর এরিক বেইলিকে দুইবার হলুদ কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। তবে এর কোনো সুবিধা আদায় করতে পারেনি স্বাগতিকরা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২২৩, ২০১৭)