দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামে এবার অবিক্রীতই রয়ে গেছেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তার দক্ষতায় ভরসা রাখেনি কোনো ফ্রাঞ্চাইজি। তবে এতে বিচলিত নন এই অলরাউন্ডার। আইপিএল নয়, জাতীয় দলের হয়েই খেলতে মরিয়া পাঠান।

নিজের ভক্তদের উদ্দেশে ফেসবুকে হৃদয়গ্রাহী পোস্ট করেছেন ইরফান। তিনি জানিয়ে দিয়েছেন, আইপিএল খেলা নয়, জাতীয় দলের হয়ে না খেলতে পারাটাই তাকে বেশি কষ্ট দেয়।

জাতীয় দলে ফেরার জন্য ইরফান বিজয় হাজারেতেই পারফর্ম করতে মরিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের অপর তারকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডেও রয়েছেন বরোদার স্কোয়াডে। তবে দলে জায়গা পাননি ইউসুফ পাঠান।

বিজয় হাজারে ট্রফিতে বরোদা দলের নেতৃত্বে থাকছেন তারকা এই অলরাউন্ডার ইরফান। বরোদা দলে তার সহকারী হচ্ছেন দীপক হুদা।

প্রসঙ্গত, আইপিএল নিলামের প্রাথমিক রাউন্ডে দল না পেয়েও দ্বিতীয় ড্রাফটে ইশান্ত শর্মার সঙ্গে ইরফানের নাম ছিল। তবে জাতীয় দলের দুই তারকার প্রতি আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)