দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা শেষের দ্বারপ্রান্তে। ২১ শে ফেব্রুয়ারির পরদিন বিকেলে মেলায় লোক সমাগম কিছুটা কমই ছিল। হঠাৎ জাগৃতি প্রকাশনীর সামনে দেখা গেলো মানুষের জটলা। একজন মানুষকে ঘিরে ধরেছে সবাই। কাছে গিয়ে দেখা গেলো অটোগ্রাফ আর ফটোগ্রাফ শিকারির কবলে পড়েছেন দেশের নন্দিত লেখক জাফর ইকবাল।

বইমেলায় এটি নিয়মিত দৃশ্য। প্রতি বছরই বইমেলায় জাফর ইকবাল মানেই অটোগ্রাফ শিকারিদের ভিড়। এখন নতুন সংযোজন ফটোগ্রাফ, সেলফি। গতকাল অনেকেই প্রিয় লেখককে কাছে পেয়ে ছবি তুলেছেন, নিয়েছেন অটোগ্রাফ।

জাফর ইকবাল বলেন, ‘মেলায় তো প্রতিদিনই আসতে ইচ্ছে করে। ভীষণ ভালো লাগছে। নতুন নতুন বই এসেছে। তরুণরা বই কিনছে। আজকের সৃজনশীল তরুণরা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।’

জাফর ইকবালের অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত ইডেন কলেজের ছাত্রী মারিয়া। তিনি বলেন, হঠাৎ করেই স্যারের সঙ্গে দেখা হয়েছে। অটোগ্রাফ নিয়েছি, ছবিও তুলেছি।’

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)