দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জোসে সেরা পদত্যাগ করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে সিএনএনের এক খবরে জানানো হয়েছে।

সেরা জানিয়েছেন, তিনি স্বাস্থ্যগত কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন না। এ কারণেই তিনি তিনি পদত্যাগ করেছেন।

৭৪ বছর বয়সী সেরা কী ধরনের রোগে ভুগছেন তা তিনি জানাননি।

তবে ব্রাজিল সরকারের একটি সূত্র জানিয়েছে, মেরুদণ্ডে ব্যথার কারণেই সেরা পদত্যাগ করেছেন। এর আগেও তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।

(দ্য রিপোর্ট/এস/এম/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)