নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের(জেএমবি) তালিকাভুক্ত সদস্য আইচান আব্দুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আইচান আব্দুল্লাহ উপজেলার নওদুলী গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় জেলার আত্রাই ও রানীনগর এলাকায়। সে সময় বাংলাভাই ও সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাণ্ডে আইচান আব্দুল্লাহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)