দ্য রিপোর্ট ডেস্ক : আসছে অক্ষয় কুমারের ছবি টয়লেট- এক প্রেম কথা। ছবির নাম কেন এমন? একটি সাংবাদিক বৈঠকে এসে এ কথা জানালেন অক্ষয় কুমার।

জলি এলএলবি ২ এখন ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে এসে অক্ষয় কুমার বলেন, ভারতে ৫০শতাংশ মানুষের টয়লেট নেই। তাই যখন তিনি এই ছবির চিত্রনাট্য হাতে পেয়েছিলেন, সম্মতি দিতে দেরি করেননি। আর যখন তিনি ছবির নাম ঘোষণা করেন, তখন তো আর এক কাণ্ড। অনেকে তাকে ফোন করে বলেছিলেন, ছবির নাম টয়লেট কেন? আর কি কোনও নাম পাননি অক্ষয়? কিন্তু অক্ষয়ের মনে হয়েছে সমস্যা যখন টয়লেট নিয়ে, তখন নামে “টয়লেট” রাখতে দোষ কী?

ভারতের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে এটা একটা। ডায়ারিয়ায় প্রতিদিন প্রায় ১ হাজার শিশু মারা যায়। এটা কি বড় ইস্যু নয়? মিডিয়াকে এনিয়ে লিখতেও অনুরোধ করেন তিনি।

মানুষ যাতে এই সমস্যা সম্পর্কে আরও বেশি সচেতন হয়, তার জন্যই ছবির বিষয়বস্তু টয়লেট। ছবির নাম টয়লেট এক প্রেম কথা।

টয়লেট এক প্রেম কথা ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন ভূমি পেডনেকড়। ছবিতে অক্ষয়ের নাম কৌস্তুভ। ভূমির নাম জয়া। ২ জুন মুক্তি পাচ্ছে ছবিটি।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)