কর্ণফুলি জুটমিলের শ্রমিকদের রেল ও সড়কপথ অবরোধ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর আমিন জুট মিলস এলাকায় রেল লাইন ও হাটহাজারী সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে মিলের সড়ক ও রেলপথে কয়েকশ টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।
অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেলা আড়াইটায় ছেড়ে আসা শহরমুখি শাটল ট্রেন বায়োজিদ ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা পড়েছে। এদিকে সড়ক অবরোধ করার কারণে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্তউভয়দিকে শত শত যান বাহন আটকা পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে। অবরোধকারী শ্রমিকরা জানান, ৬ মাসের মজুরি ও দুই সপ্তাহের বেতনের দাবিতে তারা সড়ক ও রেলপথ অবরোধ করেছে।
ঘটনাস্থল থেকে সিএমপির বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, আমিন জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন ও মজুরির দাবিতে শ্রমিকরা রেললাইন ও সড়ক অবরোধ করেছে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)