হোয়াইট হাউসে দালাইলামা-ওবামা বৈঠক
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।
এদিকে এই বৈঠক বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৈঠকটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা।
এর আগে ২০১১ সালে দালাইলামার সঙ্গে আলোচনা করেছিলেন ওবামা। সে সময়ও এতে ক্ষুব্ধ হয়েছিল চীন।
প্রেসিডেন্ট ওবামা বিদেশি নেতাদের সঙ্গে ওভাল অফিসে আলোচনায় বসলেও দালাইলামার সঙ্গে হোয়াইট হাউসের ম্যাপ রুমে বসবেন বলে জানানো হয়েছে। বৈঠকের স্থান নির্বাচন দেখে এ আলোচনাকে যুক্তরাষ্ট্র কম গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, চীনের অংশ হলেও তিব্বতে রয়েছে স্বায়ত্তশাসিত সরকার। তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। কিন্তু চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। একইসঙ্গে দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবেও অভিযোগ করে আসছে চীন।
যুক্তরাষ্ট্র এক বার্তায় বলেছে, তারা তিব্বতের স্বাধীনতায় সমর্থন করে না। তবে মানবাধিকার ও ধর্মীয় অধিকার লঙ্ঘনের বিপক্ষে দেশটির অবস্থান।
(দ্য রিপোর্ট/আরজে/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)