কুয়াকাটা প্রতিনিধি : কুয়াকাটা লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগ নেতা খুনের এক বছরেও প্রকৃত রহস্য উদঘাটন এবং খুনীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটার আলীপুরে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে অবরোধ। লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগের ব্যানারে আলীপুর-সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনে যাবার অভ্যন্তরীণ সড়কটি এ সময় অবরোধ করে বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলেছেন ওই শ্রমিকরা।

শ্রমিক লীগ নেতা আ. মালেক জানান, মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ ইতোমধ্যে আদালতে  দাখিল করেছে। পরবর্তী পদক্ষেপ নিতে আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

এ সময় নিহত শ্রমিক লীগ নেতা মান্নানের বাবা আ. খালেক গাজী, পুত্র অপু গাজী ও ভাই আসাদুল গাজী সেখানে উপস্থিত ছিলেন।

আসাদুল গাজী জানান, তার ভাই আ. মান্নান গাজী (৪০) গত বছর ২৩ ফেব্রুয়ারি রাতে খুন হয়েছে। পূর্ব আলীপুর কোল্ডস্টোর সংলগ্ন সংযোগ সড়কের পাশে তার রক্তাক্ত লাশ পরদিন ২৪ ফেব্রুয়ারি সকালে উদ্ধার করে পুলিশ।

আলীপুর বন্দরে মাইটভাঙ্গা সড়কে পেট্রোল বিক্রেতা মাইটভাঙ্গা গ্রামের খালেক গাজীর পুত্র মান্নান গাজী খুনের ঘটনায় একাধিকবার তদন্ত কর্মকর্তা বদল হয়। সবশেষে পটুয়াখালী সিআইডি মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)