মেহেরপুরে মাদক রাখার দায়ে একজনের দুই বছর কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার মোফাজ্জেলকে (২৫) মাদকদ্রব্য রাখার অপরাধে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর থানার এসআই দুলু মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড পাড়ায় জামাল উদ্দিনের ছেলে মাদক মোফাজ্জেলের বাড়িতে অভিযান চালিয়ে দেড়শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯/৭ (ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিকেলে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই দুলু মিয়া।
(দ্য রিপোর্ট/এএকে/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)