দ্য রিপোর্ট প্রতিবেদক : জসীম আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ দেখে প্রশংসা করেছেন সাংবাদিক ইশতিয়াক রেজা। তিনি বলেন, ‘জসিমের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ দেখলাম। ভাল লাগল, ধন্যবাদ জসিম।’

সম্প্রতি আমন্ত্রিতদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ এ্যান্ড ভিশনস। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী, মনজুরুল আহসান বুলবুল, শরীফ শাহাবুদ্দিন, খায়রুল আনোয়ার মুকুল, আমানউদদৌলা, সাইফুল হুদা, মোস্তফা ফিরোজ, রেজোয়ানুল হক রাজা, সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ চৌধুরী, হাসান শাহরিয়ার প্রমুখ।

‘দাগ’ টিম- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক জসীম আহমেদ, পান্থ শাহরিয়ার, পার্থ বড়ুয়া, জোগেন্দ্র পান্ডা, শতাব্দী ওয়াদুদ, বাকার বকুল, শারমিন জোহা, শশী, সুমিত ঘোষ, রিপন নাথ প্রমুখ। নির্মাতা জসিম আহমেদ বলেন, ‘দাগ’ টিম ধন্য খ্যাতিমান সাংবাদিকদের ভালোবাসায়। আমরা অভিভুত, অনুপ্রাণিত। আরেকটি গল্প বলার সাহস দেয়ার জন্য ধন্যবাদ।’

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দাগ’ ছবিতে স্বাধীনতাবিরোধী রাজাকারের খুন, ধর্ষণ ও আবহমান বাঙালি নারীর ব্যর্থপ্রেম এবং মুক্তিযুদ্ধে সমান অংশীদারিত্বকে উপজীব্য করা হয়েছে। বাসর রাতে বর কনের ঘরে এলে বাইরে আতশবাজির শব্দ হয়। কনেকে কাছে টেনে নেয়ার সঙ্গে সঙ্গে বাইরে পটকার আওয়াজে কনে কেঁপে কেঁপে ওঠে। তার মনে ভেসে ওঠে ১৯৭১ সালের দুঃসহ স্মৃতি। এভাবেই এগিয়েছে ছবিটির কাহিনি।

উল্লেখ্য কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্ণারে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ‘দাগ’।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)