কুয়াকাটা প্রতিনিধি : বরগুনা থেকে অপহরণের ৩৩ দিন পর পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩)। মহিপুর থানা পুলিশ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর বন্দর থেকে তাকে উদ্ধার করে।

এ সময় অপহরণের অভিযোগে মনির (১৭) নামের এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত স্কুলছাত্রী ও অভিযুক্ত মনিরকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, বরগুনার সদর উপজেলা থেকে চলতি বছর ২১ জানুয়ারি অপহৃত হয় ওই স্কুলছাত্রী। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অভিযুক্ত মনির স্কুলছাত্রীটির বাবার কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করলে সেই সূত্র ধরে উদ্ধার অভিযানে নামে পুলিশ। ওই স্কুলছাত্রীকে অপহরণের পর বরগুনা থেকে নিয়ে মহিপুরের খালগোড়ায় এক বাড়িতে রাখা হয়েছিল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)