দ্য রিপোর্ট প্রতিবেদক : আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৭-১৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দ্য ডেইলি স্টারের আশুতোষ সরকার পুনঃনির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের আজিজুল ইসলাম পান্নু।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৪ জন ভোটারের মধ্যে ৯৭জন ভোট প্রদান করেছেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের চলে। এরপর সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে একজন করে প্রার্থী থাকায় চারটি পদে বিনা প্রতিদ্ব্ন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাকি ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আশুতোষ সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একইপদে ওয়াকিল আহমেদ হিরণ (সমকাল) পেয়েছেন ৩৭ ভোট। ৫৫ ভোট পেয়ে আজিজুল ইসলাম পান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই পদে অপরপ্রার্থী হাসান জাবেদ (এনটিভি) পেয়েছেন ৩৯ ভোট।

এছাড়া এটিএন নিউজের মাশহুদুল হক (৫৫) ও দৈনিক জনকণ্ঠের বিকাশ নারায়ণ দত্তকে (৩৭) হারিয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। পূর্বপশ্চিম বিডি ডটকমের আলমগীর হোসেন (৪৮) প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের তানভীর আহমেদকে (৪৫) হারিয়ে নির্বাচিত হয়েছেন।

পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- দৈনিক নয়াদিগন্তের হাবিবুর রহমান (৭৫), ব্রেকিংনিউজ ডটকমের আব্দুল জব্বার খান (৬৮), সময় টিভির আফজাল হোসেন (৬০), বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সুলাইমান নিলয় (৫৬) ও রাইজিংবিডি ডটকমের মেহেদি হাসান ডালিম (৫৪)।

সদস্য পদে এছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করেন চ্যানেল টুয়েন্টিফোরের মাসউদ-উর রহমান (৫৪), এসএটিভির মিজান আহমেদ (৪১) ও আমাদের অর্থনীতির মাহমুদুল আলম (১৬)।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চারজন হলেন- যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তরের কবির হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলাভিশনের আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক পদে গাজী টিভির সাইদুল ইসলাম ও দফতর সম্পাদক পদে রেডিও ধ্বনির আমিনুল ইসলাম মল্লিক।

(দ্য রিপোর্ট/কেআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)