সাভার প্রতিনিধি : গাইবান্ধার সাংসদ লিটন হত্যাকান্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক সাংসদ কাদেরকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অপরাধ করলে শাস্তি পেতেই হবে। সে সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও। আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান।’

শুক্রবার সকালে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিএনসিসি ক্লাবের প্রথম পূর্নমিলনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনসিসি মাঠে পৌছলে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা। এসময় তিনি ক্যাডেটদের বিভিন্ন কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিএনসিসির প্রাক্তণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)