কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মহাসড়কের  চকরিয়ার হারবাং গয়ালমারায় পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে আহত হয়েছে আরও ৮ জন।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পির স্ত্রী অজ্ঞাত (৪০)।

চিড়িংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (এএসআই) নুরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পরদিন সকালে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় ৮ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। লাশগুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/কেএনইউ/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)