সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী ও স্থানীয় নয়া বাজার এলাকাবাসীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় আধা ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে শাবির বিবিএর শিক্ষার্থী অভিলাসসহ ১০ জন আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাত ১২টায় পরিস্থিতি শান্ত হয়।

শাবি প্রক্টর হিমাদ্রি শেখর রায় দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘রাত ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়েছে। এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীরা পুলিশ আসার পর শান্ত হয়।’

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নয়া বাজারে মেলার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকেলে ওই মেলায় যায় শাবির কয়েকজন শিক্ষার্থী। এ সময় মেলা আয়োজক কমিটির জনৈক ব্যক্তির সঙ্গে শাবির বিবিএর শিক্ষার্থী অভিলাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেলা আয়োজক কমিটির ওই ব্যক্তি অভিলাসকে লাঞ্ছিত করে। এর জের ধরে শুক্রবার রাত সোয়া ১১টায় শাবি শিক্ষার্থী ও স্থানীয় নয়া বাজার এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমসি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)