মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-৮ম শ্রেণীর ছাত্র খানপাড়া এলাকার রাব্বি শেখ, ৭ম শ্রেণীর ছাত্র ফারদিন খান ও মোল্লাপাড়ার নিলয় মোল্লা।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিদ্দিকিয়া মাদ্রাসা ও পৌরপার্কের সীমানাপ্রাচীরে বসাকে কেন্দ্র করে ৮ম শ্রেণী ও ৭ম শ্রেণীর ছাত্ররা প্রথমে ৯ম শ্রেণীর ছাত্র অনিমকে ইট দিয়ে সামান্য আঘাত করে। এরই জের ধরে দুপুরে সদর হাসপাতালের সামনে অনিম ও তার সঙ্গীরা চাপাতি দিয়ে কুপিয়ে রাব্বি শেখ, ফারদিন মোল্লাকে আহত করে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের বিষয়ে উভয়পক্ষের ছাত্রদের অভিভাবকদের নিয়ে রবিবার মীমাংসা বৈঠক করা হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)