দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি টিনশেড বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ে২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আগুন লাগে। এরপর খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে।

চকবাজার থানার উপপরিদর্শক পলাশ ব্যানার্জি তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শামিম হোসেন (৩৫) ও সীমা আক্তার (২৮) স্বামী-স্ত্রী এবং অপর জন শামিমের বড় বোন সালেহা বেগম (৪০)।

শামিমের দুলাভাই সবুজ মিয়া জানান, শামীম ও তার স্ত্রী সীমা এ সময় ঘরের মধ্যে শুয়েছিল এবং পাশের ঘরে ছিলেন তার বোন সালেহা, তার স্বামী শহিদ মিয়া এবং তাদের ছেলে ফাহিম (৪)। আগুন লাগলে সালেহা তার স্বামী শহিদকে তার ছেলে ফাহিমকে নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু পরে তিনি আর ঘর থেকে বের হতে পারেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএস/এপি/এমএইচএ/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)