কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় বাস চাপায় রতনা বেগম (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় উপজেলার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতনা বেগম জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের অহেদ আলীর স্ত্রী। আহতরা হলেন, একই এলাকার বিল্লাল হোসেন (৪০), সুরাইয়া বেগম (৩০), শরিফুল ইসলাম (১৩), আকলিমা আক্তার (১৪) ও সাবিকুল নাহার (০৮)। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান দ্য রিপোর্টকে জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনা বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হতাহতদের স্বজনরা তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে এসআই হাবিবুর রহমান জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেডপি/ডব্লিউএন/ফেব্রুয়ারি ২২, ২০১৪)