চট্টগ্রাম অফিস : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, ‘দেশের সমুদ্র সীমা নিয়ে কেউ ভাবেনি। মায়ানমার এবং ভারতের কাছ থেকে সমুদ্র সম্পদ উদ্ধার আওয়ামী লীগ সরকারের অর্জন।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ দু’দেশ থেকে আর্ন্তজাতিক আদালতে মামলা করেই সমুদ্র সম্পদ উদ্ধার করা হয়েছে। সমুদ্রে বিভিন্ন প্রজাতির প্রাণীসহ অনেক সম্পদ রয়েছে। এসব সম্পদকে কাজে লাগিয়ে দেশকে প্রাণী সম্পদে পরিপূর্ণ করতে হবে। সরকার প্রাণী সম্পদকে এগিয়ে নিতে অনেক আন্তরিক।

জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এ সময় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ উপ-পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)