গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার দুই মাসের ব্যবধানে একই ব্যক্তির পৃথক দু’টি ওয়ারিশ দিয়েছে। এরই জের ধরে গেদু মল্লিকের নাতি আলাল উদ্দিন বাদী শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানায় ডায়েরি করেন।

কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একই ব্যক্তিকে মৃত দেখিয়ে এক সনদে ১৬ জন ও অপর সনদে ৯ জনকে ওয়ারিশ দেখানো হয়েছে।

সাধারন ডায়েরি সুত্রে জানা গেছে, ৪০/৪২ বছর আগে মৃতঃ গেদু মল্লিকের ওয়ারিশ হিসেবে সুত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন মিন্টু ও স্থানীয় ইউপি সদস্য মো. শমসের আলী গত বছরের ২২ অক্টোবর ৪ ছেলে ১০ মেয়ে ও ২ স্ত্রীর নাম উল্লেখ করে একটি ওয়ারিশ সনদ দেন। এরপর গত ৯ ডিসেম্বর ২ স্ত্রী ও ৫ মেয়েকে বাদ দিয়ে ৪ ছেলে ও ৫ মেয়ের নাম উল্লেখ করে আরেকটি ওয়ারিশ সনদ দেন। পরবর্তী সময়ে দ্বিতীয় সনদ দেখিয়ে ৪ ছেলে ও ৫ মেয়ে গেদু মল্লিকের সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। এতে করে ক্ষিপ্ত হন বঞ্চিত ৭ জন।

একই বক্তিকে মৃত দেখিয়ে দুই মাসের ব্যবধানে পৃথক দু’টি সনদপত্র দেওয়ায় বঞ্চিত ওয়ারিশরা স্থানীয় মাতব্বরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফলাফল পাননি। পরে বঞ্চিত ওয়ারিশদের পক্ষে গেদু মল্লিকের নাতী আলাল উদ্দিন বাদী হয়ে চেয়ারম্যান ও মেম্বারের নামে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যার সোলেমান হোসেন মিন্টু জানান, ‘১৬ জনকে ওয়ারিশ দেখিয়ে যে সনদ দেওয়া হয়েছে সেটাই সঠিক। পরের সনদটি ভুল। আর এটা কিভাবে হয়েছে তা আমি পরে বুঝবো।’

সাধারণ ডায়েরির ব্যাপারে তিনি বলেন, ‘এ বিয়ষটি থানায়; এটাও আমি বুঝবো।’

কালিয়াকৈর থানার সহকারি উপ-পরিদর্শক(এএসআই) মো. শামীম হোসেন জানান, আলাল উদ্দিন নামে একব্যক্তি সুত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক মেম্বারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন।

(দ্য রিপোর্ট/এমএমএফ/ডব্লিউএন/ফেব্রুয়ারি ২২, ২০১৪)