চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম অফিস : চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তারে দু’গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম মহানগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইয়াছিন মনা (২৬) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আকবর শাহ থানাথীন লেকসিটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মো. হোসেন মনা ও ফরহাদ নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
আকবর শাহ থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/এমকে/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)