বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার
মানিকগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও মহিলা আওয়ামী লীগের সদস্য সালেহা ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম শুক্রবার দুপুরে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে জালাল উদ্দিন আহমেদ ও সালেহা ইসলাম দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। দলের পক্ষ থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘আগে থেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। দলের সিদ্ধান্ত না মানায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।’
(দ্য রিপোর্ট/এনইউএস/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)