দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকা রোড নং ১১/এ, ফ্লাট নং ৫/এ বাসার এক রোহিঙ্গা গৃহকর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি থানায় ধর্ষিতা নিজে বাদি হয়ে তার গৃহকর্তা আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্নের (৫৫) বিরুদ্ধে এই মামলা দায়ের করেন (মামলা নং ৮)।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, গত ৪ বছর পূর্বে তিনি মিয়ানমার থেকে কক্সবাজার আসার পথে পুলিশের কাছে আটক হন। সেখান থেকে পুলিশ তাকে বান্দরবন কোর্টে সোপর্দ করে। পরে এ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন তাকে ছাড়িয়ে আনেন এবং তার বাসায় গৃহকর্মীর কাজ দেয়। এরপর বিভিন্ন সময় কাজী মহতুল তাকে জোরপূর্বক ধর্ষণ করতো এবং তা গোপন রাখার জন্য ভয়ভীতি দেখাতো। সর্বশেষ গত শনিবার সকাল ৭টায় তাকে ধর্ষণ করে।

মালার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগকারী গৃহকর্মীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাকে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)