দ্য রিপোর্ট প্রতিবেদক : নাকে খত দিয়ে আগামীতে বিএনপি নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে। মুসলিম লীগের চাইতেও করুণ পরিণতি হবে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে শেখ সেলিম বলেছেন, ‘আগামীতে যদি ফের সন্ত্রাস করেন, পুলিশ মারেন, তাহলে গণপিটুনির জন্য প্রস্তুত থাকেন।’

 

জাতীয় সংসদে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এর আগে বিকেল পৌনে ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেছেন, ‘অসুস্থতার কথা বলে এ পর্যন্ত উনি (খালেদা জিয়া) ৪০ বার তারিখ (মামলা সংক্রান্ত বিষয়ে) পরিবতর্ন করেছেন। উনি যদি মনে করেন রক্ষা পাবেন, পাবেন না। এতিমের টাকা আত্মসাত করে তিনি রক্ষা পাবেন না।’

‘আগামীতে ১৫ ফেব্রুয়ারি বা আজিজ ও সাদেক মার্কার নির্বাচন হবে না’ এমনটা উল্লেখ করে তিনি আরো বলেছেন, ‘এ নির্বাচনে বিএনপি আসবেই। আর নির্বাচনে আসবেন, কি আসবেন না, তাতে আমাদের কি?’

শেখ সেলিম বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের সম্পদ আত্মসাতের মামলা, তিনি ঠিকমত আদালতে হাজির হন না। তিনি সংবিধান মানেন না, আইন মানেন না। যেটা জামায়াতিরা মানে না, উনিও তাই করেন। শুধু তারিখ পরিবর্তন করতে চান। অসুস্থতার কথা বলে আদালতে হাজির হন না। হাজির হবেন, মনে তো দুর্বলতা। আর দলীয় মিটিং-সমাবেশ সব করছেন।’

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির সমালোচনামূলক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেছেন, ‘রাষ্ট্রপতিকে সার্চ কমিটি ১০ জনের নাম দিয়েছিল। সার্চ কমিটির এ নামগুলো হতে রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নিয়ে বিএনপি সমালোচনা করছে। রাষ্ট্রপতি যে তাদের (বিএনপি) ডেকেছে এটাই তো বেশি। এটাতো আজিজ বা সাদেক কমিশন হয়নি। আগামীতে কোনোদিন আজিজ মার্কা বা সাদেক মার্কা নির্বাচন হবে না।’

শেখ সেলিম আরো বলেছেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতের রায়েই তা প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে বিএনপি এখন সন্ত্রাসী দল। আমি বলব, এই সন্ত্রাসী দলকে আপনারা প্রত্যাখ্যান করেন। এদের সাথে কেউ সম্পর্ক রাখবেন না।’

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)