দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে দেশে ফেরার পর ভারতে ঐতিহাসিক সফরে গিয়েছিলেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। কিন্তু সেখানে প্রস্তুতি ম্যাচে আবারও ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছিল তাকে। পরে পুনর্বাসনে থাকায় শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে ঠাঁই হয়নি ইমরুলের। মূলত ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে, চট্টগ্রামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমরুল।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমরুল। ২১০ বলের ওই ইনিংসে তিনি হাঁকিয়েছেন দুইটি ছক্কা আর ১৮টি চারের মার। যেটি প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ইমরুলের ১৫তম সেঞ্চুরি।

ইমরুলের সেঞ্চুরির সুবাদে নিজেদের প্রথম ইনিংসে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। আর দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে ৮ ওভার ব্যাটিং করে মাত্র ৪ রান সংগ্রহ করে দিন শেষ করেছে পূর্বাঞ্চল।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)