বরিশাল অফিস : বরিশাল নগরীর কাশীপুরে আনসার ও ভিডিপি অফিসের পাশে ভাড়াবাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুরভী আক্তার মুনি (২৭) নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলমের স্ত্রী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন নগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার।

তিনি বলেন, দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। নূরে আলমের প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করায় তা চলমান রয়েছে। রবিবার হয়তোবা এই কলহের জের ধরে সুরভী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।’

তিনি সুরভী আক্তারের মায়ের বরাত দিয়ে বলেছেন, ‘মাঝে মধ্যে কথাকাটাকাটি হলেও তার জামাতা নূরে আলম কখনো সুরভীকে মারধর করেনি।’

কমিশনার মো. ফরহাদ সরদার আরও জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলজে (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে ও প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য ‍রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)