গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বালির নিচ থেকে আবদুল হামিদ (৫৫) নামের এক ইটভাঁটি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার তুরাগ নদীর পাড়ের বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হামিদ ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল এলাকার আহসান উল্লাহ ব্রিকসের শ্রমিক ছিলেন।

জয়দেবপুর থানার কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ইটভাঁটি থেকে হামিদ বাজার করতে কড্ডা বাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে শ্রমিকরা বাইমাইল এলাকার ঘটনাস্থল থেকে বালি অন্যত্র সরানোর সময় বালিচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, হামিদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)