দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩-র অন্যতম সেরা ছবি ‘গ্র্যাভিটি’। এ ছবির প্রধান নায়ক ও নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য অ্যাঞ্জেলিনা জোলি ও রবার্ট ডাওনি জুনিয়রকে প্রথম অবস্থায় নির্বাচন করেছিলেন চলচিত্র নির্মাতা অ্যালফনসো কুয়েরন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী এ তথ্য প্রকাশ করেন তিনি।

জানা যায়, চলতি বছর ৮৬তম অস্কারে ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন অর্জন করেছে অ্যালফনসো কুয়েরন পরিচালিত এ ছবিটি।

৫২ বছর বয়সী এ চলচিত্র নির্মাতা হাফিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান, প্রাথমিক অবস্থায় ছবিটিতে অভিনয় নিয়ে জোলি ও ডাওনি উভয়েরই কিছু সমস্যা ছিল। তার ভাষ্য মতে, জোলি তার পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড এন্ড মানি’ নিয়ে ব্যস্ত থাকায় ‘গ্র্যাভিটি’ ত্যাগ করেন। আর ছবিটির প্রযুক্তিগত বিষয়গুলির কারণে ডাওনি তাৎক্ষণিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারছিলেন না।

এ ছাড়া জানা যায়, ছবিটির প্রযোজনার কাজে কিছুটা বিলম্ব হয় যার কারণেই নিজেদের মন বদলিয়ে ফেলেন জোলি ও ডাওনি। এর ফলে তাদের বদলে কুয়েরনকে সান্ড্রা বুলক ও জর্জ ক্লুনির দরজায় নাড়া দিতে হয়। আর তার ডাকে সাড়া দিয়ে এ দুই তারকা শুধু সাফল্যই অর্জন করেননি বরং জিতেছেন গোল্ডেন গ্লোব শিরোপাসহ নানা অ্যাওয়ার্ড।

অন্যদিকে, ‘গ্রাভিটি’-র সাফল্যে জোলি ও ডাওনি হয়ত কিছুটা হলেও অরণ্যে রোদন করেছেন।

যাই হোক, অবশেষে জোলি ও ডাওনি ছাড়াই ‘গ্রাভিটি’-র সাফল্যে ভাসছেন অ্যালফনসো কুয়েরনসহ সান্ড্রা ও জর্জ ক্লুনি।
(দ্য রিপোর্ট/পিআর/এমসি/ফেব্রুয়ারি ২২, ২০১৪)