চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সুজন দত্ত (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা  হয়েছে।

 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশ হোটেল আল-সালামতের একটি কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সুজন দত্তের মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ এবং হোটেল কর্তৃপক্ষ নিশ্চিতভাবে বলতে না পারলেও পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

 

নিহত সুজন দত্তের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া গ্রামে।

সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিক্তিতে পুলিশ রিয়াজউদ্দিন বাজারের হোটেল আল-সালামতের ৫ম তলায় ৫১ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে সুজন দত্তের মরদেহ উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সুজন দত্ত নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে হোটেলকক্ষটি ভাড়া নেন। রবিবার দিনভর তার কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)