দ্য রিপোর্ট প্রতিবেদক : মহল্লায় সীমান্তর একটা দোকান আছে। ভ্যারাইটিস স্টোর। সাথে ফুলও বিক্রি করে। মহল্লার একমাত্র ফুলের দোকান। পুষ্প ইউনিভার্সিটিতে পড়ে। ক্যাম্পাসে যাওয়ার পথে বিভিন্ন সময় সীমান্তর দোকান থেকে খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে ফুল কিনে নেয় পুষ্প।

কিন্তু কার জন্য প্রতিদিন ফুল কিনে পুষ্প? যার জন্য ঈর্ষায় জ্বলে সীমান্ত। এর পর কি হয়? জানা যাবে নাটক ‘পুষ্প’ দেখার পর। নাটকটিতে পুষ্প চরিত্রে অভিনয় করেছেন প্রভা এবং সীমান্ত চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। 

সাজিন আহমেদ বাবুর রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় নাটকটি আজ সোমবার (২৭ ফ্রেবুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। মানডে নাইট সুপার ড্রামার এই সপ্তাহের আয়োজনে থাকছে নাটক ‘পুষ্প’।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২৬, ২০১৭