দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে অন্যতম আকর্ষণ ছিলেন কেভিন ও’কনেল। শব্দমিশ্রণ বিভাগে ২১বার মনোনয়ন পেয়েছেন তিনি। সর্বশেষ তিনি ১০ বছর আগে অস্কারে মনোনয়ন পান।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অস্কার পেয়েছেন কেভিন ও’কনেল। ‘বেস্ট সাউন্ড মিক্সিং’ বিভাগে ‘হ্যাকশরিজ’ ছবির জন্য অস্কার পেয়েছেন তারা। আলোচনায় ছিলেন অ্যান্ডি রাইট, ম্যাকেঞ্জি এবং পিটার গ্রেস।

‘বেস্ট সাউন্ড মিক্সিং’ মনোনয়ন পাওয়া অন্য ছবিগুলো হলো ‘অ্যারাইভাল’, ‘লা লা ল্যান্ড’, ‘রুঝ ওয়ান : আ স্টার ওয়ারস স্টোরি’ ও ‘থার্টিন আওয়ারস : দ্য সিক্রেট সোলজার অব বেনগাজি’।

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আজ সোমবার(বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়) বসেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসর।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)