দ্য রিপোর্ট ডেস্ক : তিব্বতের নাগরিকদের মানবাধিকার রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাইলামার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ওবামা এ আশ্বাস দেন। খবর বিবিসি।

বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিব্বতের ধর্মীয় নীতি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষাগত বৈশিষ্ট্য এবং ঐতিহ্যগত স্বতন্ত্র সংরক্ষণে সব ধরনের সহায়তা দেবে মার্কিন সরকার।

এ ছাড়া শান্তির জন্য দালাইলামার মধ্যমপন্থা নীতিকে ওবামা সমর্থন দিয়েছেন। একই সঙ্গে নির্বাসিত এই আধ্যাত্মিক নেতা কিংবা তার প্রতিনিধির সঙ্গে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা আলোচনা চালিয়ে যেতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নোবেল বিজয়ী দালাইলামা স্বঘোষিত শান্তিবাদী হলেও ওবামার সঙ্গে তার আলোচনা চীন থেকে তিব্বতকে বিভক্ত করার কৌশল বলে চীন যে অভিযোগ করেছে- তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

চীনের অধীনস্ত হওয়ায় তিব্বতের স্বাধীনতা সমর্থন করে না বলে বৈঠকে ওবামা আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এও জানানো হয়েছে, দালাইলামা তিব্বতের স্বাধীনতা চান না। বরং চীন সরকারের সঙ্গে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করার পক্ষে তিনি।

উল্লেখ্য, তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। তবে তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। কিন্তু চীন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবেও অভিযোগ করে আসছে চীন। শুক্রবারের বৈঠক বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন। বৈঠকটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)