দ্য রিপোর্ট ডেস্ক : কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে ৪০০তম জয় হাসিল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের মধ্যে দিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

২০০৩ সালে পোর্তোর বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখনও অব্দি বার্সার জার্সি গায়ে ৫৬৬ ম্যাচ খেলেছেন মেসি। গতকাল রবিবার অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারানোর ম্যাচে ক্লাবের জার্সি গায়ে ৪০০তম ম্যাচে জয় তুলে নিলেন মেসি।

খেলা যখন ড্রয়ের পথে হাঁটছে তখনই দলের জয় নিশ্চিত করে গোল করেন মেসি। এ জয়ে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যাতলেটিকো মেসির প্রিয় প্রতিপক্ষই বলতে হবে। গ্রিজম্যানদের বিপক্ষে ২২ সাক্ষাতে গুনে গুনে ২২ গোল করেছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে ২১টি করে গোল করেছেন আর্জেন্টাইন তারকা। লা লিগায় ৩৬৯ ম্যাচ খেলে মেসি জিতেছেন ২৭৭ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে ১১২ ম্যাচ খেলে জিতেছেন ৬৬ ম্যাচে। ৬১টি কোপা দেল রের ম্যাচ খেলে ৪২টিতে জিতেছেন। ৪০০ জয়ের পাশাপাশি মেসি ১০২টি ড্রয়ের বিপরীতে হারের তেতো স্বাদ পেয়েছেন ৬৪ ম্যাচে। লেগানেসের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটিতে জোড়া গোল করে জয়ের সংখ্যাটা ৩৯৯-এ নিয়ে যান মেসি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)