দ্য রিপোর্ট প্রতিবেদক : চ্যানেল নাইনে শনিবার থেকে আবারও শুরু হচ্ছে ‘ইয়থ এজ’ এর নতুন সিজন। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই শুরু হতে যাচ্ছে এ অনুষ্ঠানটি।

আগের সিজনের থেকে আরও ভিন্ন মিউজিক্যাল ফরম্যাটে এবারের সিজন সাজানো হয়েছে। আর এ সিজনে গেস্ট আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ করবে এ প্রজন্মের তরুণ শিল্পীরা।

দুইজন তরুণ শিল্পী অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন। প্রতিটি পর্বে গেটস অ্যান্ড রক খ্যাত শাওন এবং হাসিবের পরিবেশনা থাকবে। তরুণ শিল্পীরা ভিন্ন আঙ্গিকে তাদের গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইরফান মুহাম্মদ আল আমীন।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)