চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার লালখান বাজারের পোড়া কলোনির বস্তিবাসীর দুই পক্ষের সংর্ঘষে নারী শিশুসহ ৪-৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত এবং সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দুই দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষ হয়েছে। পোড়া কলোনির বস্তিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোহাগ ও সুমন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তিতে আধিপত্য বিস্তার এবং পুরনো বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ নারীসহ ৫ জনকে থানায় আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)