দ্য রিপোর্ট ডেস্ক : ভেনিজুয়েলা সরকার দেশটিতে দায়িত্বরত সিএনএনের দুই সাংবাদিকের ভিসা ও অ্যাক্রিডেশন কার্ড বাতিল করেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাই মাদুরির অভিযোগ, ‘হুগো চ্যাভেজের নেতৃত্বে যে বলিভিয়ান বিপ্লব হয়েছে সেটাকে ধ্বংস করতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের গণমাধ্যমগুলো সরকারবিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে।’ খবর বিবিসির।

মার্কিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, দেশটির সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রতিবেদন করতে সিএনএনের দুই সাংবাদিক ভেনিজুয়েলায় যান। তারা কারাকাসে দায়িত্ব পালন করছিলেন।

বিরোধী দলের সাম্প্রতিক মার্চ নিয়ে সিএনএনের প্রতিবেদন প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন মাদুরো।

সরকারি হিসাব মতে, বিরোধী দলের আন্দোলনে এ মাসের শুরু থেকে ৮ জন নিহত হয়েছেন।

ওবামার প্রতি আলোচনার আহ্বান জানিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, ‘আমরা উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে পারি। আলোচনার টেবিলে আসল সত্য তুলে ধরতে পারি।’

কারাকাসে সরকারবিরোধী আন্দোলন চালানোর দায়ে বিরোধী নেতা লিওপোলদো লোপেজকে বন্দি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)