ধানমন্ডির ইএমকে সেন্টারে গাজী নাফিসের আলোকচিত্র প্রদর্শনী
দ্য রিপোর্ট২৪ প্রতিবেদক : ধানমন্ডির ইএমকে সেন্টারে শুরু হয়েছে গাজী নাফিস আহমেদের 'কিনেটিক' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে সর্বমোট ৪৪টি ছবি স্থান পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি রয়েছে এখানে। তিনি একজন ডকুমেন্টরি ফটোগ্রাফার। বাংলাদেশ ছাড়াও স্পেন, ইংল্যান্ড, চীন, ভারতসহ বিভিন্ন দেশে তার আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। নাফিস মূলত সাদা-কালো তে কাজ করেন। তার কাজে সাবজেক্ট হিসেবে মানুষের প্রাধান্য বেশি।
মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
(দ্য রিপোর্ট২৪/কেএম/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)