দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনে রাজনৈতিক সংঘাত এড়াতে সরকার ও বিরোধী দলের মধ্যে চুক্তি হয়েছে শুক্রবার। তবে বিক্ষোভকারীরা এ চুক্তিকে উপেক্ষা করেছেন। কিয়েভের স্বাধীনতা চত্বরে এখনও হাজার হাজার মানুষ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা ও যথা দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের সম্মতিতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও অ্যারসেনি ইয়াস্টেনিকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দুই পক্ষের এ চুক্তিকে বিশ্বাস করছেন না বিক্ষোভকারীরা। তাদের দাবি, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের প্রতি কোনো বিশ্বাস রাখা যায় না।
তবে দুই পক্ষের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের দাবি-অচিরেই চুক্তি বাস্তবায়ন করা হোক।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিন চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদার হতে চায়। দুইজনের টেলিফোন কথোপকথনে তারা এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

এদিকে, বৃহস্পতিবারও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিয়েভের স্কয়ারটিতে গুলি ছোড়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক সংঘাতে বৃহস্পতিবার পর্যন্ত ৭৭ জন নিহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/একে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)