পাবনা প্রতিনিধি : পাবনায় আবু হানিফ ওরফে বার্মা লিটন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পাবনা সদর উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, পাবনা ডিবি পুলিশের একটি দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেবুনিয়া মাহসড়কে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় লিটন।

বার্মা লিটনকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামের হাসান মুন্সির ছেলে। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু’টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পাবনা ডিবি পুলিশের পক্ষ থেকে আহত বার্মা লিটনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)