রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ফল বিক্রেতার মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
দেলোয়ার হোসেন ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর তেজগাঁও এলাকার নাখালপাড়ার সুমন মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
দেলোয়ার হোসেনের ছেলে সাদেহ আলী জানান, তার বাবা কারওয়ানবাজার থেকে ফল কিনে মগবাজার এলাকায় বিক্রি করতেন। শুক্রবার রাত ১২টার দিকে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, দেলোয়ার হোসেনের স্টমাক ওয়াস করা হয়েছে। পয়জনজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করেছেন বলে জানান।
(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)