দ্য রিপোর্ট ডেস্ক : মার্সিয়াংদি গোলরক্ষকের ভুলে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। ম্যাচের ৮৩ মিনিটে ওই ভুলে নেপালের ক্লাবটি হেরেছে ১-০ ব্যবধানে।

এদিন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আক্রমণ আর পালটা আক্রমণে ৯০ মিনিটই প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের ৩ মিনিট বাকি থাকতেই সৌভাগ্যবসত গোল পেয়ে মাঠ ছাড়ে টিসি স্পোর্টস।

ম্যাচের ৮৩ মিনিটে ডি-বক্সে থাকা টিসি অধিনায়ক নাফিউ আলীর কাছে পাস করা বল ভুলবসত প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে। তাড়াহুড়া করে সেই বল ধরতে গেলে বলটা তাঁর বুকে লেগে চলে গেল যায় জালে। আর এতেই জয় পেয়ে যায় টিসি স্পোর্টস।

আগামী ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ক্লাবের। এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৬ টায়।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)